কোভিড-১৯ সংকট উত্তরণের পর এই প্রথম বারের মতো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রাজধানীর বাইরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয়েছে।
১ নভেম্বর ফোর-ডি মুভিসমৃদ্ধ একটি আধুনিক মুভিবাস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে পৌছায়। এতে তিনশ শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানী অংশ নেন।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, বিজ্ঞান শিক্ষা বই পুস্তকের মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে বিজ্ঞানকে জনপ্রিয়করণের লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর এ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অনলাইন কার্যক্রমও চালু রাখা হয়েছে। মুখস্থ করে বিজ্ঞান শেখা যাবে না,জীবনভিত্তিক কর্মকান্ড নিয়ে বিজ্ঞানকে শিখতে হবে। বিজ্ঞপ্তি
স্বদেশ