সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন। বুন্দেসলিগায় ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলা ৭৫ বছর বয়সে চলে গেলেন।
বায়ার্ন মিউনিখ তাদের ওয়েব সাইটে জানিয়েছে, রোববার সকালে জার্মানির এই জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন মারা গেছেন। তার মৃত্যুতে বায়ার্ন এবং তার সকল সমর্থকরা শোক প্রকাশ করেছে’।
বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সাবেক এই স্ট্রাইকার ২০১৫ সালে আলজেইমার রোগে আক্রান্ত হন। এরপর বিশেষায়িত কেয়ার হোমে বসবাস করছিলেন তিনি।
১৯৪৫ সালের ৩ নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্ম মুলারের। গার্ড মুলার জার্মান রেকর্ড চ্যাম্পিয়ন এবং জার্মান জাতীয় দলের হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি এফসি বায়ার্নের জন্য ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেছেন এবং বুন্দেসলিগায় ৩৬৫ গোলের অভূতপূর্ব রেকর্ড গড়েছেন।
তিনি সাতবার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। দেশের হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নামের পাশে যোগ করেন ৬৮ গোল।
১৯৭২ সালে এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ডটি অক্ষত ছিল ৪০ বছর। যা ২০১২ সালে ভেঙে দেন লিওনেল মেসি। দুটি বিশ্বকাপ খেলে ১৪টি গোল করে তিনি। যে রেকর্ড গড়েন তা অক্ষত ছিল দীর্ঘ ৩২ বছর। ২০০৬ বিশ্বকাপে তাকে ছাড়িয়ে যান রোনালদো।


















































