নিজস্ব প্রতিবেদক »
প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে হঠাৎ অসুস্থতায় জহিরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিউমার্কেট এলাকায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাকে হাসপাতালে নিয়ে আসা শাহজাহান নামে এক ব্যক্তি বলেন, সকালে চন্দনাইশ থেকে আমাদের জনসভার গাড়ি নিউ মার্কেট এলাকায় আসে। এরপর গাড়ি থেকে নেতাকর্মীদের টি-শার্ট বিতরণ করা হচ্ছিল। ওই সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। বাচা মিয়ার অধীনে দু’টি গাড়ি ছিল। হঠাৎ তিন শরীর খারাপ লাগছিল বলে জানায়। পরে তাকে একটি টেইলার্সের দোকানে বসাই। তিনি অনবরত ঘামতে শুরু করে। পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে নিশ্চিত করেন হাসপাতালের চিকিৎক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি চন্দনাইশের সাংসদ নজরুল ইসলামের সঙ্গে জনসমাবেশে যাচ্ছিলেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
জানা যায়, মৃত বাচা মিয়া চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি।