সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কিনা সেটা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট পেতে লিগের শেষ রাউন্ডে শুধু জিতলেই হতো না, প্রার্থনা করতে হতো প্রতিদ্বন্দ্বীদের পথ হারানোর। পূরণ হলো তাদের দুটি চাওয়াই। বোলোনিয়াকে হারিয়ে এবং নাপোলির হোঁচটে ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নিল আন্দ্রেয়া পিরলোর দল।
তবে রোববার রাতে সিরি’আ লিগে নিজেদের শেষ ম্যাচে বোলোনিয়াকে ৪-১ গোলে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে সাদাকালো শিবির। আর সেটা তারা সম্ভব করেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে।
এই জয়ে ৩৮ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে জুভেন্টাস। খবর বাংলানিউজের।
শেষ ম্যাচে বোলোনিয়ার বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি জুভেন্টাস। ম্যাচের ৬ মিনিটের মাথায় ফেদেরিকো সিসে গোল করে এগিয়ে নেন দলকে। ২৯ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আদ্রিয়েন র্যাবিয়ট গোলের দেখা পেলে ব্যবধান হয় ৩-০। বিরতির পর ফিরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বোলোনিয়ার রিকার্ডো ওরসোলিনি একটি গোল শোধ দেন। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
শিরোপা জয়ী ইন্টার মিলানের পর আতালান্ডার চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। শেষ রাউন্ডে আতালান্ডাকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করার পাশাপাশি ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে এসি মিলান। তিনে আছে আতালান্ডা। হেল্লাস ভেরোনার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করে সুযোগ হাতছাড়া করেছে নাপোলি। পঞ্চম হয়েছে তারা।