চসিকের হৃত গৌরব ফিরিয়ে আনা জরুরি

প্রকৌশলীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র

‘পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে বিদায়। যেকোন মানুষের ভালো কাজ তাকে বাঁচিয়ে রাখে। যে কেউ বৈষয়িকভাবে কি পেল সেটা বড় কথা নয়। তিনি যে কাজ করেছেন তাতে দেশ জাতি কতটা উপকৃত হলো সেটাই হলো মুখ্য বিষয়। কর্ম জীবন শেষে অবসরকালীন সময়ে সুস্থভাবে জীবন অতিবাহিত করাটা একটা কঠিন কাজ ও ভাগ্যের বিষয়। সুস্থ ও সম্মান নিয়ে বিদায় নেওয়া একজন কর্মকর্তা-কর্মচারীর পরম প্রাপ্তি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে চসিকের সহকারী প্রকৌশলী মজিবুল হায়দার ও উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজু অবসর উত্তর বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন। তিনি প্রকৌশলীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সহিত অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা স্মরণ করিয়ে দেন। স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্যদিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য মেয়র সকলের প্রতি আহ্বান জানান।
প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, আশিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী ফরিদ আহমদ, চন্দন দাশ। সংবর্ধিত প্রকৌশলী মজিবুল হায়দার ও সোমনাথ দাশগুপ্ত। এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর ড. নেছার উদ্দিন আহমদ মঞ্জু, নুরুল আলম, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রকৌশলী সুদীপ বসাক, সিবিএর সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী জাহেদুল আলমসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা করপোরেশনে কর্মরতদের শুদ্ধাচারের মাধ্যমে নগরবাসীকে সেবা করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি