সুপ্রভাত ডেস্ক »
চয়নিকা চৌধুরীর পরিচালনায় ১০০তম নাটকে অভিনয় করলেন অভিনেত্রী তারিন জাহান। নাটকের নাম ‘ক্যান্সার পার্টনার’। গত ৭ ও ৮ জানুয়ারি এই নাটকের শুটিং করেছেন তিনি। আসছে ঈদে নাটকটি কোনো একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা চয়নিকা।
নাটকটির শুটিং সেটে কেক কেটে এই বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন নাট্য নির্মাতা ও শিল্পী, কলা-কুশলীরা। ‘ক্যান্সার পার্টনার’র গল্প মিথিলা মালিহার, চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে প্রথমবার চয়নিকার পরিচালনায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও রাশেদ মামুন অপু।
চয়নিকা চৌধুরী বলেন, ‘তারিন আমার পরিচালনায় প্রথম অভিনয় করেন ২০০৪ সালে, ওই বছরের পহেলা বৈশাখে বাংলাভিশনে প্রচারিত হয়েছিল আমাদের জুটির প্রথম নাটক ‘রজনীগন্ধা’। সেই নাটকে তারিনের সঙ্গে ছিলেন টনি ডায়েস।’
এর আগে চয়নিকার পরিচালনায় ১০০টি নাটকে অভিনয় করেন অভিনেতা অপূর্ব। ২০১৩ সালে মাত্র সাত বছরে শতক পূর্ণ করেছিলেন অপূর্ব।
চয়নিকা বলেন, ‘অপূর্ব আমার পরিচালনায় ১৬১টি নাটকে অভিনয় করেছেন। এরপরই সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছে তারিন। তাছাড়া আর দুটি নাটকে অভিনয় করলে ১০০ নাটকের মাইলফলক ছুঁতে পারবে মাহফুজ আহমেদ। রিচি সোলায়মানের সেই মাইলফলক পেরোতে করতে হবে আরো পাঁচটি এবং জাকিয়া বারী মমকে করতে হবে ১২টি নাটক-টেলিফিল্ম।’
লক্ষ্মীপুরের মেয়ে তারিন ১৯৮৫ সালে নতুন কুঁড়িতে প্রথম হয়ে সবার নজর কাড়েন। শিশু শিল্পী হিসেবে অনেক টিভি নাটকে অভিনয় করেন তিনি। বড় হলেও অভিনয়ে ছেদে ঘটেনি। ৪৬ বছর বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি।