নিজস্ব প্রতিবেদক »
‘সাফল্যের উচ্ছ্বাসে ম্যানেজমেন্ট পঞ্চাশে’ এ স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব আয়োজিত হতে যাচ্ছে। ৪০০০ এর বেশি শিক্ষক-শিক্ষার্থী মিলে এ আয়োজন করা হবে দুই পর্যায়ে। প্রথম পর্যায়ের আয়োজন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এবং দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজিত হবে নগরীর কিং অব চিটাগংয়ে।
গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ক্যাম্পাস এবং শহরে দুই ভাগে পালন করা হবে। সকাল ৭টা ৫০ মিনিটে বটতলী থেকে শাটল ও বাসযোগে আমরা ক্যাম্পাসে যাত্রা করব। সেখানে সকাল ৯টায় জিরোপয়েন্ট থেকে র্যালি শুরু করে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও আমন্ত্রিত অতিথিরা। এরপর সিনিয়র শিক্ষক ও এলামনাইদের অংশগ্রহণে স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।’
নগরের আয়োজন নিয়ে তিনি বলেন, ‘বিকেল ৪ টায় আমরা আবারো শাটল ট্রেন ও বাসযোগে শহরে কিং অব চিটাগাং এ ফিরবো যেখানে বিকাল সাড়ে ৫টা থেকে আমাদের পরবর্তী আকর্ষণীয় ২য় পর্বের আয়োজন থাকবে। বিকালের আয়োজনে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেসকল ব্যক্তি, প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে। এরপরেই থাকবে সাংস্কৃতিক পর্ব যেখানে বাংলাদেশের খ্যাতনামা ব্যান্ডদল রেনেসাঁর শিল্পী আমাদের চবির এলাইমনাই নকীব খান, জনপ্রিয় শিল্পী সৃজিতা কর এবং চট্টগ্রামের অন্যতম নাচের দল অনন্য বড়–য়ার দল নৃত্য পরিবেশন করবেন। একইসাথে নৈশভোজও চলবে এবং সবশেষে আকষর্ণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আবার অতীতে ফিরে যাবো। সকলের অংশগ্রহণে আমরা উৎসবমুখর পরিবেশে সুবর্ণজয়ন্তী পালন করতে পারব, যা ম্যানেজমেন্ট পরিবারের সকলের কাছে ইতিহাস হয়ে থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আতিকুর রহমান, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মুয়াজ্জম হোসাইন, শেঠ গ্রুপের উপ-মহাব্যবস্থাপক রোসাঙ্গীর বাচ্চু, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক একেএম তোফাজ্জল হক ও আবুল খায়ের গ্রুপের মহাব্যবস্থাপক এএনএম ওয়াজেদ আলী।