চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধিভুক্ত হয়েছে চট্টগ্রামের স্বনামধন্য পাঁচটি কলেজ। পাশাপাশি রাজশাহীর ৪টি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়েছে।
১. চট্টগ্রাম সরকারি কলেজ, ২. হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ ৩. স্যার আশুতোষ সরকারি (বোয়ালখালী), ৪. সরকারি কমার্স কলেজ ৫. সাতকানিয়া সরকারি কলেজ।
গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর ৪টি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য মন্ত্রণালয়ের এই বিভাগ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত অনুশাসন যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ ও অপরাপর করণীয় বিষয় সম্পর্কে একটি প্রতিবেদন আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো, ১. চট্টগ্রাম সরকারি কলেজ ২. হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ ৩. স্যার আশুতোষ সরকারি (বোয়ালখালী) ৪. সরকারি কমার্স কলেজ ৫. সাতকানিয়া সরকারি কলেজ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো, ১. রাজশাহী সরকারি কলেজ ২. রাজশাহী সরকারি সিটি কলেজ ৩. রাজশাহী সরকারি মহিলা কলেজ ও ৪. রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ।