নিজস্ব প্রতিবেদক »
অনলাইনে ক্লাস করে সশরীরে পরিক্ষা দিয়ে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৬১ হাজার ৭৮ জন। জিপিএ ফাইভ পেয়েছে মোট ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী ।
বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি জানান, ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন।
উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৫ শতাংশ।