মেয়রের সঙ্গে চীনা প্রতিনিধির সাক্ষাৎ
‘নগরীতে মেট্রোরেল স্থাপন সময়ের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পের মধ্যে মেট্রোরেল স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ।’
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নগর ভবনে সিটি মেয়রের দপ্তরে মেট্রোরেল স্থাপনে চীনের সিআরসিসি-১৯ ও ডব্লিউআইইটিসি জেভি প্রতিনিধি দলের সাক্ষাতকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী একথা বলেন।
তিনি মেট্রোরেল স্থাপনে নগরীর সৌন্দর্য্য অক্ষুণ্ন রেখে এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে ভূগর্ভে রেললাইন স্থাপনে গুরুত্ব দিয়ে সমীক্ষা কাজ পরিচালনা করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, চট্টগ্রাম শহরে জন ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এখানে সড়ক, ফ্লাইওভার, ওভারপাস, ব্রিজ, টানেল আছে। এগুলোর সঙ্গে সমন্বয় করে জনগণের চলাচল সহজ করা আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে নগরীর মধ্যে জনসংখ্যার আধিক্য অনেক অংশে বেড়ে যাবে। এজন্য এখন থেকে গণপরিবহন ব্যবস্থা জোরদার করতে হবে। চট্টগ্রাম বন্দর নগরীকে বসবাসযোগ্য গড়ে তুলতে হলে এর কোন বিকল্প নেই। তিনি প্রতিনিধি দলকে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সমীক্ষা করে একটি প্রোফাইল প্রস্তুত করতে বলেন এবং সমীক্ষাটি জমা দেয়ার পর যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
প্রতিনিধি দলের নেতা সিআরসিসি-১৯ ও ডব্লিউ আইইটিসি জেভি এর পরিচালক হুচাউ বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান মেট্রোরেল নিয়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। চট্টগ্রাম মেট্রোরেলের সমীক্ষা ইতোমধ্যে শুরু করেছি। তারা সমীক্ষার কাজে মেয়রের সহযোগিতা কামনা করেন। মেয়র তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, লি ম্যাং, দি মিং ডং, স্থানীয় এজেন্ট আবিদ রহমান তানবির, মো. সরোয়ার উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি