চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মো: কামরুল আযম চৌধুরী টিপু ও সামিনা সাফা চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন চসিক সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এইচ.এম জিয়াউদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজিত রায়, চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল আনোয়ার, সাবেক সভাপতি কায়সারুল আলম, সংস্থার উপদেষ্টা সাংবাদিক রূপম চক্রবর্ত্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপদেষ্টা আনিসুর রহমান লিপন, চেয়ারম্যান অহিদুল আলম, যন্ত্রশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, গীতিকার তাপস আচার্য্য, শিল্পী কল্যাণী ঘোষ, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ইকবাল পিন্টু প্রমুখ। বর্ষপূর্তির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ মোছলেহ্ উদ্দিন মানিক, এড.মো. কাইছার উদ্দীন, নাদিরা পারভীন পারুল, আফরোজা বেলি, মোস্তাফিজুর রহমান, জুয়েল পাল, কার্ত্তিক মজুমদার পলাশ, মীর মো. এনায়েত উল্লাহ সানি, প্রেমলাল দত্ত, শাহিন রহমান, হোসাইন শরীফ, কথা চৌধুরী, পিংকি চক্রবর্ত্তী, জুলেখা বেগম জুলি, মো. মনজুর আলম, মাহবুবুর রহমান সাগর, বিপাশা ধর বীণা, রনি দাশ, তাজনিম যারিন ইসমি, তন্বী দাশ, শ্রাবন্তী শুক্লা, পাপড়ী রুদ্র, হিমেল মন্ডল, সানজিদা হিরা, জিয়াউদ্দিন বাদশা, ঐশী ভট্টাচার্য্য, নিশা বড়–য়া, ফারজানা আহমেদ নিশি, রুম্পা দাশ, নিপা নিপুন, নির্জনা শারমিন, ফ্লোরা মজুমদার, মুন্নি আক্তার মারিয়া, তন্বী সরকার, তানিশা রহমান, আহমেদ নুর মাসুদ, রায়হান সুলতানা নিহা, হনুফা আক্তার খুকী, রিদু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে খাদিজাতুল আনোয়ার সনি বলেন, বাংলাদেশ হাজার বছরের বর্ণিল ও বিচিত্র সংস্কৃতির অপরূপ লীলাভূমি। সেই ঐতিহ্যকে অবলম্বন করে আজও নিবিড় পরিচর্যার মাধ্যমে দেশব্যাপী পরিচালিত হচ্ছে আমাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞ। চট্টগ্রামের সংস্কৃতির ঐতিহ্য প্রাচীনকালের। যা আমাদের অন্যতম শক্তি। এই সংস্থার শিল্পীরা সঙ্গীতের পাশাপাশি সামাজিক, সমাজসেবা, মানবিক কর্মকা-েও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। অসাম্প্রদায়িক, সুস্থ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীত চর্চা ও সুন্দর বাংলাদেশ গড়তে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা সবসময় কাজ করে যাবে।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ১৪ বছর পূর্তির কেক কাটা হয়। বিজ্ঞপ্তি