চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। তিনি আগামী চার বছর সহ-উপাচার্যের দ্বায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদারের সই করা এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়।
যোগদানের দিন থেকে পরবর্তী চার বছর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন সেকান্দর চৌধুরী। বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা তিনি পাবেন। সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।