চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠান জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এ চেক তাঁদের হাতে তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
চেক হস্তান্তরকালে এম এ সালাম বলেন, জেলা পরিষদের মূল কাজ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হলেও জেলার অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। তাই প্রতিবছর এরূপ সহায়তা প্রার্থীদের সহায়তা প্রদান করে আসছে জেলা পরিষদ। সমাজের সকল সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়ালে সমাজে কেউ অসহায় থাকবে না। চেক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরের বাজেটের আওতায় এ পর্যন্ত ১১৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ৩৫২ জন অসচ্ছল ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি