চট্টগ্রাম জেলার জয় অব্যাহত

অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে চট্টগ্রাম জেলা জয়ের ধারা অব্যাহত রেখেছে। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে গতকাল তারা ৬ রানে মৌলভীবাজার জেলাকে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে। আজ শেষ খেলায় ফেনী জেলাকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে চট্টগ্রামের ক্ষুদে ক্রিকেটারদের।

প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম। এ অবস্থায় হামজা মাহমুদ ও আসিফ প্রতিরোধ গড়ে দলীয় বিপর্যয় রোধ করতে সক্ষম হন। মিডল অর্ডার ব্যাটার হামজা মাহমুদ ৪৫ ও ম্যাচসেরা আসিফ ২৮ রান এবং অতিরিক্ত ২৮ রান চট্টগ্রামকে লড়াই করার পূঁজি এনে দেয়। চট্টগ্রামের বাকিরা কেউ দুই অংকের রান করতে পারেনি। এরপর মুন্তাসিম (৩/২৬), আফান মাহবুব (২/২১), জুয়েল (১/২০),  আসিফ (১/১৫), সাদমান (১/১২) ও রিদওয়ানের (১/১৪) বোলিং কৃতিত্বে ১১৯ রানে শেষ হয় মৌলভীবাজার জেলার ইনিংস। ম্যাচসেরার পুরস্কার উঠে চট্টগ্রামের আসিফের হাতে। এদিকে মৌলভীবাজার জেলার অভিজিত সর্বোচ্চ ২৫, সুজেল ১৭, রায়ান ১৪, রাকিব ১৬, নাদিম ১২ রান করেন। ১২ রান আসে অতিরিক্ত থেকে। বোলারদের মধ্যে ৩২ রানে ৩ উইকেট তুলে নেন ফাহাদ। রায়ান ১৮ রানে ২, নাদিম, আজগর ও রাজিব ১টি করে উইকেট লাভ করেন।