নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম চিড়িয়াখানায় দরপত্রের মাধ্যমে আফ্রিকা থেকে আনা হয়েছে এক জোড়া সিংহ। একটি করে পুরুষ ও স্ত্রী সিংহের বয়স ১১ মাস। এছাড়াও ৮টি ওয়াইল্ড বিস্ট আনা হয়েছে, যেখানে ৩টি পুরুষ, ৫টি স্ত্রী বলে জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টায় বিশেষ বাক্সে প্রাণিগুলো আনা হয়। প্রাণীগুলোকে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত বন্য প্রাণিগুলো সরবরাহকারীর তত্ত্বাবধানে চিড়িয়াখানায় থাকবে। এরপর চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুস্থতা সাপেক্ষে উক্ত বন্য প্রাণিগুলো বুঝে নেবে।
জানা গেছে, দরপত্রের মাধ্যমে এক কোটি ঊনসত্তর লাখ টাকায় সিংহ, ম্যাকাউ, ওয়াইল্ড বিস্ট, ক্যাঙারু, লামা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে ক্যাঙারু, লামা, সিংহ, ওয়াইল্ড বিস্ট এলো চিড়িয়াখানায়।