নতুন তিন মৃত্যু নিয়ে শনাক্ত ২২৫
নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিনজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪৫ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৩২ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, রোববার কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে ৯১৫ নমুনায় আক্রান্ত হয়েছেন ২২৫ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২৪.৫৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৩১ জন এবং উপজেলায় ৯৪ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪৩ হাজার ৫২৫ জন এবং উপজেলায় ১১ হাজার ৫০৭ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় উপজেলায় মারা গেছেন তিনজন। এ নিয়ে নগরীরে ৪৫৩ জন এবং উপজেলায় ১৯২ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪৫ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ১৯৭ নমুনার মধ্যে ২২ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮০ নমুনায় ১১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৮০ নমুনায় ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১০৫ নমুনায় ১১ জন, ইমপেরিয়ালে ১০০ নমুনায় ২৫ জন, শেভরনে ৮৩ নমুনায় ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১ নমুনায় ৩ জন, আরটিআরএল ল্যাবে ২০ নমুনায় ৮ জন, এপিক হেলথ কেয়ারে ১৮ নমুনায় ৯ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৬ নমুনায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।