নিজস্ব প্রতিবেদক <<
৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে করোনা শনাক্ত হয় মাত্র ২১ জনের। সেদিন ১ হাজার ২২৪ নমুনায় শনাক্তের হার ছিল ১ শতাংশের বেশি কিছু। তবে গত শুক্রবার চট্টগ্রামে ১ হাজার ৬৫১ নমুনা পরীক্ষায় নতুন করে ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষাকৃত নমুনার শনাক্তের হার ৮ শতাংশ। এক মাসের ব্যবধানে যা পরীক্ষাকৃত নমুনার ৪ গুণ। চট্টগ্রামে বেড়েই চলছে করোনা শনাক্তের হার। সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি না মানলেই বাড়তে থাকবে করোনা সংক্রমণের হার।
করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩১ জন। গত শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬৫১ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ১৩১ জনের। এতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৩০৯ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৬৫৪ নমুনার মধ্যে ২৬ জন করোনা পজিটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬২ নমুনায় ২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৪৮ নমুনায় ৩৬ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৫৯ নমুনায় ২৩ জন, শেভরনে ২০১ নমুনায় ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২ নমুনায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১৫ জনের নমুনায় একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।