নিজস্ব প্রতিবেদক :
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে দু’দিনব্যাপী দ্বিতীয় দফা ভ্যাট মেলা আজ থেকে দু’দিন ব্যাপী কমিশরানেটের আওতাধীন ৮টি বিভাগে (মহানগর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা) শুরু হচ্ছে। এছাড়া ১০ থেকে ১২ ফেব্রুয়ারি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শপিং মলে ব্যাট বুথ স্থাপনের মাধ্যমে ভ্যাটদাতাদের সরাসরি সেবা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, গত ১১ ও ১২ জানুয়ারি প্রথম দফায় ব্যাপক সাড়া পাওয়ায় আবারো মেলা আয়োজন করা হচ্ছে। এ মেলার মাধ্যমে করদাতাদের হয়রানি ও ভীতি দূর হতে চলেছে বলে তিনি জানান। এতে অনলাইনে ভ্যাট প্রদান, নতুন নিবন্ধন, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা দেয়া হবে। এ মাসের মধ্যেই আরো চারশো ইএফডি মেশিন স্থাপনের উদ্যোগে নেয়া হয়েছে। বর্তমানে এ কমিশরানেটের অধীনে ১২০টি প্রতিষ্ঠানে ইএফটি মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেয়া ভ্যাট চালানের উপর প্রতি মাসে লটারি করে ১০১জনকে পুরস্কার দেয়ার প্রথা চালু করা হয়েছে। কমিশরানেটের আওতায় এখন নিবদ্ধিত করদাতা আছে ২৬ হাজার ৭৫০। এর সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও সার্কেল কর্মকর্তারা জরিপ কাজ করছেন বলে কমিশনার উল্লেখ করেন। প্রথম দফা মেলায় ২৩৭৪টি রিটার্ন জমা, ২৮৪ নতুন নিবন্ধন ও প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। মেলার মাধ্যমে গত বছরের তুলনায় এ পর্যন্ত ৩ হাজার রিটার্ন বৃদ্ধি পেয়েছে। আর চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে ৬৯৮.৬৫ কোটি টাকার রাজস্ব আদায় হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ কার্যক্রমের মধ্য দিয়ে এ অর্থ বছরের লক্ষ্যমাত্রা (১৩,৪৮০ কোটি টাকা) অর্জন সম্ভব হবে বলে কমিশনার আশাবাদ ব্যক্ত করেন। যুগ্ম কমিশনার মো. মুশফিকুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে যুগ্ম কমিশনার মো. সেলিম শেখ, উপ কমিশনার শাহীনুর কবির পাভেল, কামনাশীষ, সুশান্ত পাল, মো. সাইদ আহমেদ রুবেল, মুহাম্মদ ছৈয়দুল আলম, মো. আহসান উল্লাহ, সহকারী কমিশনার অনুরূপা দেব, এইচ এম কবির, এস এম সরাফত হোসেন, রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল টুলু ও শাহীন আখতার উপস্থিত ছিলেন।
ক্যাপশান: ভ্যাট মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।
এ মুহূর্তের সংবাদ