নিজস্ব প্রতিবেদক <
দেশে টিকাদান কর্মসূচির সপ্তম সপ্তাহে গতকাল সোমবার চট্টগ্রামে টিকা নিয়েছেন ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪১৩ জন। এরমধ্যে নগরীতে ২ লাখ ২৮ হাজার ১২৭ জন এবং ১৪ উপজেলায় ১ লাখ ৮২ হাজার ২৮৬ জন।
গতকাল সোমবার পর্যন্ত চট্টগ্রামে টিকার জন্য নিবন্ধন করেন ৪ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন। এর মধ্যে নগরীতে ২ লাখ ৭১ হাজার ৭৮০ এবং উপজেলায় ২ লাখ ২৬ হাজার ৫৯৮ জন। গতকাল সোমবার চট্টগ্রামে টিকা নেওয়া ৩ হাজার ২৩৪ জনের মধ্যে নগরীতে ১ হাজার ৯৬৬ এবং ১৪ উপজেলায় ১ হাজার ২৬৮ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে সোমবার চট্টগ্রামের ১৪ উপজেলায় টিকা নেওয়া ১ হাজার ২৬৮ জনের মধ্যে লোহাগাড়ায় ৯০ জন, রাঙ্গুনিয়ায় ১০০, ফটিকছড়িতে ১০০, বাঁশখালীতে ৭০, আনোয়ারায় ৫৯, সীতাকুণ্ডে ১৩০, সাতকানিয়ায় ৭৩, রাউজানে ১১০, মিরসরাইয়ে ৮৮, চন্দনাইশে ৮১, বোয়ালখালীতে ৭৭, হাটহাজারীতে ১৩০, সন্দ্বীপে ২০ ও পটিয়ায় ১৪০ জন।