নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নমুনা পরীক্ষায় নতুন করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে নগরে তিন জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ৫৯৭ জন এবং উপজেলার ১৪৫ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৬ হাজার ৭৯১ জন এবং উপজেলার ২৮ হাজার ৯২৮ জন।
একই সময়ে নগরে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৩৩৮ জনে। এদের মধ্যে নগরের ৭২৮ জন এবং উপজেলার ৬১০ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
এছাড়া, ৩৩৭ জনের এন্টিজেন পরীক্ষায় ১৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ৮৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি।