’আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও সাউথ এশিয়া’র আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার বন্দরনগরীর হোটেল রেডিসনে এ কর্মশালায় টেলিভিশন, পত্রিকা ও অনলাইনের ২৫ জন সাংবাদিক অংশ নেন।
আর্টিকেল নাইনটিন তাদের ‘জার্নালিস্টস উইদ সেইফটি এন্ড সিকিউরিটি’ প্রকল্পের আওতায় এ টোটেন কোর্স কর্মশালার আয়োজন করে। এতে সহায়তা করে ইউএসএ’র ব্যুরো অফ ডেমোক্রেসি হিউম্যান রাইটস এন্ড লেবার ও নেদারল্যান্ডভিত্তিক ফ্রি প্রেস আনলিমিটেড। কর্মশালাটি পরিচালনা করেন, ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তাওফীক আহমদ শাহীন। অনুষ্ঠান সমন্বয় করেন, আর্টিকেল ১৯ এর কনসালটেন্ট নাসরিন জেবিন ও পোগ্রাম অফিসার উজমা মাসিয়াত।
কর্মশালায় ইন্টারনেটের ব্যবহার, সাংবাদিকদের নিরাপদ মেসেজিং অ্যাপ ব্যবহার, তথ্য প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি ও মোকাবেলায় করণীয়সহ নানা দিক তুলে ধরা হয়।
মহানগর