নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় একদিনে নতুন করে দুই শিশুসহ আরো ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নতুন ১৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ।
এই পর্যন্ত চকরিয়া উপজেলায় মোট ৫১ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। তারমধ্যে ৯ জন সুস্থ হয়েছেন।
উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে বেশকিছু লোকের কাছ থেকে নমুনা সংগ্রহ করে কক্সবাজারে পাঠানো হয়েছিল। শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে প্রকাশিত রিপোর্টের মধ্যে দুই শিশুসহ নতুন ১৫ ব্যক্তির দেহে করোনা পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, সামাজিক দূরত্ব না মেনে সরকারি নির্দেশনা অমান্য করে যত্রতত্র ঘোরাঘুরি ও গণজামায়েত করার দায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাবে দিন দিন আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে।