চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্দেশনায় গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ (অর্ধেক) ভাড়া কার্যকর করার দাবিতে মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান’র সঞ্চলনায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ রোড এবং গণি বেকারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বিভিন্ন ছাত্রনেতারা বলেন, বাংলাদেশ বিভিন্ন জেলায় কিংবা শহরে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চলমান রয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে চট্টগ্রামের শিক্ষার্থীরা সেই অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। অথচ ঢাকার পরে চট্টগ্রাম হলো দ্বিতীয় বৃহত্তর বাণিজ্যিক রাজধানী। দেশের অর্থনৈতিক সংকট নিরসনে চট্টগ্রামও বিশেষ ভূমিকা পালন করে।
আর সেই চট্টগ্রামের মানুষকে বিভিন্ন সহযোগিতা থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায় ও বেআইনী। এ নিয়ে আমরা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে আসলেও কিছু অসাধু ব্যক্তিদের কারণে তা কার্যকর ও বাস্তবায়ন হয়নি। তাই আজকের বিক্ষোভ ও সমাবেশ থেকে আমরা আবারো জোরদাবী জানাচ্ছি যে, অতি শীঘ্রই চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হউক। অন্যথায় আমাদের আন্দোলন ভবিষ্যতেও চলমান থাকবে। এতে উপস্থিত ছিলেন মফিজুর রহমান, রোহান হায়দার জাহেদ, মো. আজিজ, নয়ন, মোশরফ হোসেন টিপু, মেজবাউল হক, জাহেদুল ইসলাম, আরমান, মো. হাসান, মো. রিয়াদ, মামুন নূহাশ, মো. নিজামুল হক, ইজামামুল হক, আরমান হোসেন, সায়েদ আব্বাস, মো. তাকির, বোরহান উদ্দিন, জিগারুল ইসলাম, হৃদয় চক্রবর্ত্তী, ইমাম হোসেন হৃদয়, শাহরিয়া নাফিজ, আরিয়ান ইসলাম, তৌহিদুল ইসলাম, মোরশেদু আলম সাকিব, নিশান সুশীল মুন্না, ইবনে ওমায়ের, মনির, জয় সরকার, রাফি, রায়হান, এনাম, ইমতিয়াজ, ইসমাইল, জিহাদ, জায়িফ, সাইমন, ইব্রাহিম, আরাফাত, জিসান, সাব্বির, সাফায়েত, মিনার রাফসান, অর্পিতা মজুমদার, ইসরাত জাহান, সুমি হায়দার ও সায়াদ প্রমুখ। বিজ্ঞপ্তি



















































