সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, জিয়াউর রহমান দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছেন। উনার আদর্শ বুকে লালন করে দেশের কল্যাণে কাজ করে যেতে সবাইকে একীভূত হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে আনতে হবে। তিনি সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে স্বৈরচারী সরকারের বিরুদ্ধে একসাথে রাজপথে নেমে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, গণতান্ত্রিক চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আরেকটি অপকৌশল শুরু হয়েছে। কিন্তু আর কোন অপকৌশল কাজে আসবে না। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শ্রমিক দলের কেন্দ্রী সভাপতি আনোয়ার হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এম এ সবুর, এস কে খোদা তোতন, আনোয়ার হোসেন লিপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স. ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, মো. নজরুল ইসলাম, হুমায়ুন কবির, আব্দুর রাজ্জাক, মো. আজম উদ্দিন, মোহাম্মদ হারুন, নিজাম উদ্দিন, সফিকুর রহমান মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি