চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে জীবনমরণ সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে বেগম খালেদা জিয়। এবস্থায় তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো অতি জরুরি। কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে দেশের বাইরে যেতে দিচ্ছে না সরকার।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার্থে বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গতকাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এ মন্তব্য করেন।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. সেলিম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী মুকুল, আরিফ বিল্লাহ চৌধুরী, রেজাউল করিম চৌধুরী মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, সালাউদ্দিন সুমন, নঈম উদ্দিন চৌধুরী, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী মানিক, পটিয়া উপজেলার আহ্বায়ক ওবায়দুল হক রিকু, চন্দনাইশ উপজেলার আহ্বায়ক মোনায়েম খান, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলার আহ্বায়ক ফৌজুল কবির রুবেল, দোহাজারী পৌরসভার আহ্বায়ক আলী আজগর, বিভিন্ন উপজেলা ও পৌরসভার সদস্য সচিববৃন্দ যথাক্রমে- মোহাম্মদ জাহেদ, দিদারুল আলম দিদার, জাহাঙ্গীর আলম, ওবায়দুল আরফাত, জয়নাল আবেদীন সোহেল, আবদুল্লাহ আল মিজান, স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান উদ্দিন শান্ত, আবদুল আজিজ, মো. মিজানুর রহমান, এস.এম. রিয়াজ, নাজিম উদ্দিন খান, ইমতিয়াজুল করিম পিন্টু, সাজ্জাদ আদনান, আবদুল গফুর, আবদুর রহিম, আবু তৈয়ব, তাজুল ইসলাম, মনিরুল ইসলাম, আহমদ হোসেন, তৌহিদুল ইসলাম, বেলাল হোসেন, মিনহাজ উদ্দিন, রবিউল ইসলাম, আলী হোসেন, মো. মুরাদ, মহিউদ্দিন, মনির উদ্দিন সেন্টু, বেলাল হোসেন তালুকদার, নজরুল ইসলাম লিটন, নেজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি