হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.), আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা. জি. আ.) ও সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ.) গতকাল মঙ্গলবার ঢাকা থেকে বিকেল ৫-২০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রাম শাহ্ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। হুজুর কেবলায়ে আলমের সঙ্গে এসেছেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন।
হুজুর কেবলাদের বিমানবন্দরে ও ষোলশহর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ফুলেল শুভেচ্ছাসহ লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এসএমগিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্র্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ মাহাবুবুল আলম, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (কমিশনার), জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মো. ইয়াহিয়া খাঁন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আলিম রেজভী, আনজুমান সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মুহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরুদ্দিন সবুর, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, মুহাম্মদ আবদুল হাই মাসুম, তছকির আহমদ, মুহাম্মদ সাদেক হোসেন পাপ্পুু, মুহাম্মদ হাসানুর রশীদ রিপন, আশেক রসুল খাঁন বাবু, আসফাক আহমেদ, মোহাম্মদ হোসাইন খোকন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ।
পরে হুজুর কেবলায়ে আলমের ইমামতিতে এশাসহ হুজুর কেবলার ছদারতে পবিত্র গেয়ারভী শরীফ আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় সম্পন্ন হয়।
উল্লেখ্য, আজ বুধবার বাদ মাগরিব রহমাতুল্লীল আলামীন কন্ফারেন্স জামেয়া ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া হুজুর কেবলায়ে আলমের ইমামতিতে নামাজে ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা খানকাহ্ শরিফে আদায় করা হবে। বিজ্ঞপ্তি