মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, দেশকে যারা অস্থির করে আরেকটি ১/১১ এর স্বপ্ন রচনা করতে যাচ্ছেন তাদের জাতি প্রত্যাখ্যান করেছে। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশে কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হয়েছে। তারাই অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে।
তিনি গতকাল মঙ্গলবার নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ডে চট্টগ্রাম-০৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের সমর্থনে একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা জানি সাধারণ মানুষ কি চায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই কষ্ট লাগবে আওয়ামী লীগ সচেষ্ট। অথচ জনগণের কথা না ভেবে বিএনপি মাঠে নেমে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা নির্বাচনেও আছি রাজপথেও আছি। তাই কোন রকম অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই অরাজকতা চলবে সেখানেই তাদের প্রতিহত করা হবে।
গণসংযোগকালে চট্টগ্রাম-০৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, আমরা আপনাদের ভালোবাসায় ধন্য।
আমি আপনাদের সেবা করার সুযোগ পেলে আপনাদের কথা অনুযায়ী চাহিদা পূরণে সাধ্যমতো চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ সালাম, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসীম উদ্দীন, খালেদ হোসেন খান মাসুক প্রমুখ। বিজ্ঞপ্তি