কে পাচ্ছেন নৌকার টিকেট

পেকুয়া-চকরিয়া আসনে মনোনয়ন দৌড়ে ১১ জন

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া »

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১১ জন প্রার্থী মনোনয়ন যুদ্ধে নেমেছেন। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করে জমাও দিয়েছেন তারা। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন জোর লবিংও।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পেকুয়া-চকরিয়া আসনে ৪ লাখ ৮৪ হাজার ৪১৯ জন ভোটার, ১৫৮টি ভোট কেন্দ্রের ১হাজার ৪১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবে সাধারণ ভোটাররা।

এদিকে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনটি জেলার মধ্যে এ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। অতীতের চেয়ে এ বারে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়াটা অনেকটাই চ্যালেঞ্জিং। এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে অতীতের সব রের্কড ভেঙে ১১ জন মনোনয়ন যুদ্ধে নেমেছেন। মনোনয়ন প্রত্যাশীরা ফরম জমা দেওয়ার পর থেকে অপেক্ষার প্রহর গুনছেন, কে পাচ্ছেন দলীয় টিকেট। কারণ চকরিয়া-পেকুয়া আসনটি বিএনপির দূর্গ নামে পরিচিত। স্বাধীনতার ৪৩ বছর পর গত নির্বাচনে আওয়ামী লীগের সেই হারিয়ে যাওয়া আসন ফিরে পায় বর্তমান সাংসদ জাফর আলমকে মনোনয়নের মাধ্যমে। এবারও এ আসনে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে আসনটি যাতে হাতছাড়া না হয়।

জানা যায়, কক্সবাজার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজীব, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ নেতা ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম মহিউদ্দিন মুকুল বাবর, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগের কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল আজিম কনক কোম্পানি ও অবসরপ্রাপ্ত জেলা জজ আমিনুল হক।

তবে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে অনেকেই দলীয় কর্মকা-ে সক্রিয় না থেকে দলীয়ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করায় নেতা কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণ নেতাকর্মীরা জানান, মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য জাফর আলম। তিনিই নৌকা প্রতীকের মনোনয়ন পেতে পারেন। কারণ তিনি বিগত পাঁচ বছর ধরে চকরিয়া-পেকুয়ায় ব্যাপক উন্নয়ন এবং দলকে সুসংগঠিত করেছেন।

তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসিটা কার, কে পাচ্ছেন নৌকার টিকেট? তা দেখার অপেক্ষায় এ আসনের ৪ লাখ ৮৪ হাজার ৪১৯ জন ভোটার।