নিজস্ব প্রতিবেদক »
একটি গ্যারেজের সামনের সড়কের ওপর ছুরিকাঘাতে পড়ে থাকা এক কিশোরের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তার কয়েকগজ দূর থেকে জব্দ করা হয় রক্তমাখা একটি ছুরি। মরদেহের পরনে বেশ পরিচ্ছন্ন পোশাক থাকায় তাকে টোকাই কিংবা রাস্তায় থাকা বাউ-ুলে ছেলে হিসেবে দেখছে না পুলিশ। তাই খুন হওয়া কিশোরের পরিচয়সহ খুনিদের খোঁজে তদন্ত চলছে বলে জানা যায়।
শুক্রবার সকালে নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার ১০ নম্বর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘হিলভিউ আবাসিক এলাকার সড়কের পাশে একটি বন্ধ গ্যারেজের সামনে আনুমানিক ১২ বছর বয়সের একটি কিশোরের মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন তথ্যটি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির কয়েকগজ দূর থেকে একটি রক্তমাখাও ছুরি পাওয়া গেছে। কিশোরটির পরনে কাপড়-চোপড় বেশ পরিচ্ছন্ন, গায়ের দুই অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, কিশোরটিকে অন্য কোনো এলাকা থেকে হিলভিউ আবাসিক এলাকায় এনে খুন করেছে। আমরা এখন কিশোরটির পরিচয়সহ খুনের সঙ্গে জড়িতদের খুঁজতে তদন্ত করছি।’