নিজস্ব প্রতিবেদক »
কালুরঘাটের ওসমানিয়া খালে আটকে থাকা এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বিষয়টি সুপ্রভাতকে নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন।
কালুরঘাট ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোমিন বলেন, ‘কালুরঘাটের ওসমানিয়া খালে এক নারী আটকে আছে খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসারসহ টিম ঘটনাস্থলে পৌঁছে। গিয়ে দেখা গেছে এক নারী খালে আটকে আছে। রেস্কিউ দলের ফায়ার ফাইটার আকাশ এবং আব্দুল মোমিন কোমরে রশি বেঁধে খালে নামে। তাদের সহায়তা করেন ফায়ার ফাইটার শাকিল আহমেদ ও ফরিদ শেখ। তাদের চেষ্টায় ওই নারীকে উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৬৫ বছর। তার নাম ঠিকানা জানতে চাইলে তিনি বলতে পারেননি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়। তিনি এখন ভালো আছেন। বর্তমানে চার তলায় ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’