নিজস্ব প্রতিনিধি, কাউখালী »
রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম কজইছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পিস্তল, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, ৫ হাজার, ৫০৮০টি গাঁজার গাছসহ ৪ জনকে গ্রেফতার করা করেছে যৌথবাহিনী। রোববার ভোর রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম কজইছড়ি উপরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়ন সদরের ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে কাউখালী থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাঁজা চাষী জ্ঞান জোতি চাকমা (৩৫) কে আটক করা হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহীদ উল্ল্যাহ পিপিএম জানান, আটকৃকতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।