সুপ্রভাত ডেস্ক »
মঞ্চে দাঁড়িয়ে গানের মাঝে দু’একটা কথা- এতেই নগরবাউল জেমস ভক্তদের তুষ্ট থাকতে হয়। তাই কনসার্টের আগে এই গায়ক যখন ভিডিও বার্তা দেন, তা ভক্তদের জন্য বিশেষ কিছু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১২ ডিসেম্বর সন্ধ্যায় ‘ডিজিটাল বাংলাদেশ কনসার্ট’ শীর্ষক মঞ্চে উঠবেন জেমস। আর সেটি ভক্তদের জানাতে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই রকস্টার।
সেখানে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি আসছি ১২ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। গান হবে, কথা হবে।’
ভিডিওটি কনসার্টের অন্যতম পৃষ্ঠপোষক নগদ তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে।
এ আয়োজনে জেমস ছাড়াও থাকবে ব্যান্ড ওয়ারফেজ, সহজিয়া, মেঘদল, কৃষ্ণপক্ষ, ইন্ট্রোয়েট, তীরন্দাজ ও শিল্পী মেহরীনসহ অনেকেই। শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন শুরু হয় ১ ডিসেম্বর। উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অন্যদিকে, জেমস ডিসেম্বর মাসজুড়েই ব্যস্ত থাকবেন। ১৫ ডিসেম্বর গাইবেন গুলশান ক্লাবে। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের একাধিক কনসার্টে তাকে পাওয়া যাবে। ১৮ অথবা ১৯ ডিসেম্বর যেকোনও একদিন জেমসের অংশ নেওয়ার কথা বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত কনসার্টে।