নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
টানা ২ দিন বন্ধ থাকার পর কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৬ জুন) প্রকাশিত ফলাফলে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন পজেটিভ এসেছে। এরা সকলেই নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ঠিকানা ছাড়া ৩ এনজিও কর্মী সহ কক্সবাজার জেলার রয়েছে ৯৭ জন। এতে কক্সবাজার সদর উপজেলার ৪২ জন, টেকনাফ উপজেলার ৭ জন, উখিয়া উপজেলার ১৯ জন, চকরিয়া উপজেলার ১ জন, পেকুয়া উপজেলার ২ জন, রামু উপজেলার ২২ জন, মহেশখালী উপজেলার ১ জন, বান্দরবানের ৫ জন, রুমার ৩ জন, নাইড়্গ্যংছড়ির ১ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ২ জন রয়েছে। অপর ৩ জন এনজিও কর্মী বলা হলেও ঠিকানা উলেস্নখ্য করা হয়নি।
শনিবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
৬৪ দিনে মোট ৭৬৯৯ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১০৬৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত এক রোহিঙ্গা সহ ১৯ জনের মৃত্যু হয়েছে।