সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
অবশেষে ঘুচলো অপেক্ষা। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর, ১৯ নভেম্বর নামবে পর্দা।
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। খবর জাগোনিউজের।
বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর তামিম ইকবালের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ।
আহমেদাবাদ, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, লখনৌও গুয়াহাটিতে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলো।
বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আহমেদাবাদেই হচ্ছে ম্যাচটি।
আয়োজক ভারতসহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি বাছাইপর্ব টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে।
৪৬ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৮টি। এর মধ্যে ৩৯টি ম্যাচই দিবারাত্রির। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।