নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত ২৪ মে থেকে করোনার লক্ষণ নিয়ে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর ১৪ জন কারারক্ষীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
কারা সুত্র জানায়, ২৮ বছর বয়সী ওই কারারক্ষীর শরীরে জ্বর দেখা দিলে ২৪ তারিখ চমেক হাসপাতালে ভর্তি করা হয়। নমূনা সংগ্রহ করার পর গতকাল মঙ্গলবার চমেক ল্যাবের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পরে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত কারারক্ষী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসামিদের আনা-নেয়ার দায়িত্ব পালন করতেন।
প্রসঙ্গত, কারাগারে করোনা সংক্রমিত না হওয়ার জন্য মার্চ থেকেই আদালতে কোন বন্দিকে হাজির করা হয়নি। চলতি মাসের শুরুর দিকে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কারা ফটকে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়।