এপিক হেলথ কেয়ার ক্যান্সার পরীক্ষা এখন চট্টগ্রামে

ক্যান্সার নির্ণয়ে বায়োপসি অথবা শরীর থেকে টিস্যু নিয়ে যেসব পরীক্ষার জন্য ঢাকা অথবা দেশের বাইরে পাঠানো হতো সেসব পরীক্ষা এখন সম্ভব হচ্ছে চট্টগ্রামে। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম আইএসও অ্যাক্রিডিটেশনপ্রাপ্ত হেলথ কেয়ার সেন্টার এপিক ক্যান্সার নির্ণয়ের যাবতীয় পরীক্ষা চট্টগ্রামেই চালু করেছে। এখন থেকে চট্টগ্রাম মহানগরী, জেলা-উপজেলাসহ সমগ্র চট্টগ্রাম বিভাগের রোগীদের ক্যান্সার নির্ণয়সহ যাবতীয় জটিল ডায়গনস্টিক পরীক্ষা চট্টগ্রামের করা সম্ভব হবে বলে জানিয়েছে এপিক হেলথ কেয়ার পরীক্ষা।

মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশে এপিক হেলথ কেয়ার সেন্টারে ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে এসব তথ্য জানান এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস এন্ডমার্কেটিং) টি এম হান্নান। এছাড়া সিডেটিভ এন্ডোস্কপি (ব্যথামুক্তপদ্ধতি), কলোনস্কপি, ফাইব্রোস্ক্যান, বিএমডি, ম্যমোগ্রাফিসহ বহু আধুনিক মেডিকেল ডায়াগনস্টিক মেশিন যুক্ত হয়েছে এপিক হেলথ কেয়ারে। বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, রক্তদান কর্মসূচি, সরকারি হাসপাতালগুলোতে হুইল চেয়ার বিতরণ, মাসব্যাপী সকলের জন্য সকল টেস্ট ২৫% ডিক্সাউন্টে সহ নানা কার্যক্রম ঘোষণা করা হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের পরিচালক (বিজনেস ডেভলপমেন্ট) জসীমউদ্দিন, এজিএমএডমিন এন্ড এইচ আর মো. আরেক হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি