প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইউনিভার্সিটির সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে ২০২২ সালের একটি একাডেমিক ক্যালেন্ডার তৈরি বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকেলে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। কোভিড-১৯-এর কারণে শিক্ষার্থীদের পড়াশুনার যে-ক্ষতি হয়েছে, তা যাতে পুষিয়ে নেওয়া যায়, সেভাবে ২০২২ সালের একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহেদুল ইসলাম, স্যোসিওলজি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষক তানিয়াহ মাহমুদা তিন্নি এবং সহকারী রেজিস্ট্রার নাসরিন আকতার। বিজ্ঞপ্তি
একাডেমিক ক্যালেন্ডার বিষয়ক সভা
প্রিমিয়ার ইউনিভার্সিটি