সুুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে নাম থাকলেও দল পেলেন না বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুধু এ দুজন নয় , ড্রাফটে নাম লেখানো ১৫ বাংলাদেশি ক্রিকেটারের কারো ব্যাপারেই আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্জাইজিগুলো। সাকিবের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার রেকর্ড বেশ ভালো। তাই আশা ছিল, আর কেউ দল না পেলেও তিনি পাবেন। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে আগ্রহ দেখায়নি। সাকিবের পাশাপাশি অনেক নামিদামি আন্তর্জাতিক তারকারাও দল পাননি। দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জেসন রয় ও মার্ক উড। ড্রাফটে ৭৫ হাজার পাউন্ড শ্রেণিতে ছিলেন সাকিব। ৬০ হাজার পাউন্ড শ্রেণিতে ছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। ৫০ হাজার পাউন্ড শ্রেণিতে ছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এ ছাড়া বাকি ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিজেদের কোনো ভিত্তিমূল্য উল্লেখ ছিল না। ড্রাফটে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এদের মধ্যে প্রথম ডাকেই নর্দান সুপারচার্জার্স কিনে নেয় নিকোলাস পুরানকে। লন্ডন স্পিরিট দলে নিয়েছে আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ারকে। কাইরন পোলার্ড সাউদার্ন ব্রেভ ও রভম্যান পাওয়েল খেলবেন ট্রেন্ট রকেটসে। নারী-পুরুষ মিলিয়ে টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছিলেন ৮৯০ জন ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৭৫ জন, যাদের মধ্যে বিদেশি ২৬ জন। ২৩ জুলাই মাঠ গড়াবে এবারের আসর। খবর রাইজিংবিডি.কম’র