এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যসূচি ৫০% এর মধ্যে কমিয়ে আনার দাবি

মানববন্ধন

প্রেস ক্লাব প্রাঙ্গণে গতকাল বিকেলে এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি (শর্ট সিলেবাস) ৪০-৫০% কমিয়ে আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এইচএসসি -২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন কলেজের এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের পক্ষে প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণের মধ্যদিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা বলেন, এইচএসসি ২০২২ এর দুই বছর শিক্ষাবর্ষের মধ্যে এক বছর অতিক্রম হয়ে গেছে।
তবে ক্লাসের কার্যক্রম এখনো শুরু হয়নি। কিছু কিছু কলেজে অনলাইন ক্লাস করানো হলেও, অনেক কলেজে তা সম্ভব হচ্ছে না। ফলে অনেক শিক্ষার্থীই সঠিকভাবে পড়া বা বোঝার সুযোগটি পাচ্ছে না। আর সেই দিকটি বিবেচনা করেই এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের সিলেবাস ৭০% এ কমিয়ে আনা হয়েছে।
শিক্ষার্থীরা অনেকে সিলেবাস কমানোকে যৌক্তিক মনে করছেন। তবে অনেক শিক্ষার্থী মনে করেন, এক বছর অতিক্রম হয়ে যাওয়ায় বাকি এক বছরে ৭০% সিলেবাস শেষ করা আসলে অনেকটা কঠিন হয়ে যায়।
তাই দেশের সকল অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের সিলেবাস ৫০% এর মধ্যে কমিয়ে আনার দাবি জানান। বিজ্ঞপ্তি