সুপ্রভাত ডেস্ক :
এবারও বেশ কয়েকটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে যাচ্ছে চ্যানেল আই। এরমধ্যে থাকছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘নবাব এলএল.বি’।
অনন্য মামুন পরিচালিত এ ছবিটি প্রথম থেকেই আছে আলোচনা ও সমালোচনায়। এমনকি এর জন্য কোর্ট-কাচারিও হয়েছে। কিন্তু থেমে নেই ছবিটির পথচলা। প্রথম ওটিটি, পরে প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার এটি আসছে ছোট পর্দায়।
ঈদের ২য় দিন ‘নবাব এল এল.বি’ দেখানো হবে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এটা শাকিবের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি।
এছাড়া আরও নতুন ছ’টি ছবি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেলটি। এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের দিন থাকছে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াৎ। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ।
ঈদের ৩য় দিন গাজী রাকায়েতের আলোচিত সিনেমা ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, দীপান্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ।
ঈদের ৪র্থ দিন অনন্য মামুন পরিচালিত আরও একটি আলোচিত সিনেমা ‘কসাই’। এই সিনেমায় অভিনয় করেছেন নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ।
ঈদের ৫ম দিন রুবাইয়াত হোসেন পরিচালিত প্রশংসিত সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি নিজেই। এতে অভিনয় করেছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান, রানা প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন এদিন দেখানো হবে এইচ আর হাবিব নির্মিত ‘ছিট মহল’। ছবিতে অভিনয় করেছেন শিমুল খান, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
ঈদের ৭ম দিন থাকছে ‘সুতপার ঠিকানা’। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অর্পণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এসএম মহসিন, নাভিদ মুনতাসির প্রমুখ।