চট্টগ্রামে ৪০০ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড (আই.এইচ.এল) এর সাথে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন (সি এন্ড এফ) এর স্বাস্থ্যসেবা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার সকালে ইমপেরিয়াল হাসপাতালের সাথে সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের যাবতীয় চিকিৎসা কার্যক্রম যথাক্রমে বহিঃবিভাগ, আন্তঃবিভাগ, ডায়াগনস্টিক, ইমারজেন্সি ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদানের লক্ষে এই করপোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তিতে ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে চিফ এক্সিউটিভ অফিসার (অ্যাক্টিং) রিয়াজ হোসেন এবং সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন (সি অ্যান্ড এফ) এর প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করেন।
চুক্তি স্বাক্ষরকালে ইমপেরিয়াল হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মেডিক্যাল অফিসার অধ্যাপক ডা. তারিক আল-নাসির, চিফ ফিনেন্সিয়াল অফিসার মনোয়ারুল হক, ম্যানেজার-এডমিনিস্ট্রেশন সালাহ উদ্দিন আহম্মেদ, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সামিহা চৌধুরী এবং চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সি অ্যান্ড এফ) এর পক্ষে সভাপতি এ.কে.এম আক্তার হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ (বিলু),সাংস্কৃতিক, শ্রম ও সমাজ কল্যাণ সচিব শিহাব চৌধুরী (বিপ্লব) প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর