বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন হতে হবে।
পলোগ্রাউন্ড স্কুল
নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১১ নভেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে খতমে কোরআনের পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জানে আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জাফর আহমদ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এস এম কামরুল ইসলাম, শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটের সদস্য শফিউল ইসলাম সিদ্দিকী, কদম মোবারক সিটি করপোরেশনের স্কুলের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান, কদম মোবারক এমওয়াই স্কুলের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, শাহ ওয়ালী উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক মো. সোলেমান, বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আলম, বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিণ জেলার সহসভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সমাজসেবক ফয়সাল চৌধুরী, শিক্ষক মেছবাহুল হক, মীর মো. আবদুল মোন্এম, কাঞ্চন কান্তি মহাজন সীমা ভট্টাচার্য প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শিক্ষক রফরফে নূর সিদ্দিকা, এসএম বোরহানউদ্দিন, শিপ্রা চৌধুরী, রাকিবুল হোসেন, সুমাইয়া আক্তার জাহান প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
ইমারাতুন্নেসা সি. ক বালিকা উচ্চ বিদ্যালয়
ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সভাপতিত্বে ও শিক্ষক গাজী মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনারারী কনসাল দি কনস্যুলেট অব দি রিপাবলিক অব সাউথ আফ্রিকা আলহাজ সোলায়মান আলম শেঠ।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জেএমজি’র ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আ স ম আবদুল করিম। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমদ, রিপন সুশীল, নুর-উল্লাহ তানভীর, রাজীব তালুকদার, সাইফুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর