সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
দুই টেস্ট আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও জাতীয় দলের ওয়ানডে জার্সিতে দেখা যায়নি জাকির হাসানকে। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা ২৫ বছরের তরুণ। গত রোববার রাতে খেলা শেষ হওয়ার ঘণ্টা দুয়েক পরে আইরিশদের সাথে প্রথম ২ ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে। তাতে একমাত্র নতুন মুখ জাকির হাসান। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ জনের দলে রিয়াদের নাম নেই। খবর জাগোনিউজ’র
মাহমুদউল্লাহকে বাদ নাকি বিশ্রাম দেওয়া হয়েছে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর জবাব, বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া সর্বশেষ ওয়ানডে দল থেকে আরও নেই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। ফিরেছেন ইয়াসির আলি রাব্বি আর শরিফুল ইসলাম। প্রথম দুই ওয়ানডের দল- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, জাকির হাসান।