অনলাইন ডেস্ক »
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর গুলশানের ৮১ নম্বর সড়কের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। রাত সাড়ে ১১টা থেকে থেকে বাসাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে। পরে তাঁকে (আমীর খসরু) গোয়েন্দা দপ্তরে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটকের তথ্য নিশ্চিত করেছে। বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আমীর খসরু গত ২৮ অক্টোবর ঢাকায় দলের মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একাধিক মামলার আসামি।
আমীর খসরু বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে দলের অবস্থান তুলে ধরে আসছিলেন গত কয়েক মাস ধরে।