সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
এরই মধ্যে একদফা বিশ্বকাপ ক্রিকেটের সূচি পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু’র একদিন আগে আবারও পরিবর্তন করার দাবি উঠেছে। ভারতের অন্যতম রাজ্য এবং বিশ্বকাপের অন্যতম ভেন্যু হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশ্বকাপের সূচি পরিবর্তনের দাবি তুলেছে। রাজ্যটির ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৯ অক্টোবর নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস এবং ১০ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের আয়োজনে সমস্যা হবে। তবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই আবদারকে আমলেই নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা’র মতে, এখন সূচি পরিবর্তন প্রায় অসম্ভব। বিশ্বকাপে হায়দরাবাদের সব ম্যাচ আয়োজনের দায়িত্ব রয়েছে রাজিব শুক্লার কাঁধে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপে হায়দরাবাদের সব ম্যাচের দায়িত্ব আমার। যদি কোনও সমস্যা হয় তাহলে তা সমাধানের চেষ্টা করব। কিন্তু এখন বিশ্বকাপের কোনও ম্যাচের সূচি পরিবর্তন কার্যত অসম্ভব। কারণ, বিসিসিআই চাইলেই সূচি বদলাতে পারে না। তার জন্য আইসিসির অনুমতির দরকার আছে।’
একদিনের বিশ্বকাপের নতুন সূচি অনুযায়ী, হায়দরাবাদে পরপর দু’দিন খেলা রয়েছে। ৯ অক্টোবর রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস। পরের দিন ১০ অক্টোবর একই মাঠে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান এবং শ্রীলঙ্কার। পরপর দু’দিন ম্যাচ নিয়ে আপত্তি রয়েছে হায়দরাবাদ পুলিশের। নিরাপত্তার সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে। তাদের এই উদ্বেগের কথা জানানো হয়েছে বিসিসিআই কর্মকর্তাদের। পর পর দু’দিন ম্যাচ নিয়ে আপত্তি রয়েছে হায়দরাবাদের পুলিশ কর্মকর্তাদেরও। তাদের বক্তব্য, দু’টি ম্যাচের মধ্যে কোনও সময় পাওয়া যাবে না। তাতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা সমস্যা। বিশেষ করে, দ্বিতীয় দিন পাকিস্তান-শ্রীলঙ্কার খেলা থাকায় ঝুঁকি নিতে নারাজ তারা। প্রথমে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। কিন্তু আহমেদাবাদের ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর হওয়ায় দু’দিন এগিয়ে দেওয়া হয়েছে হায়দরাবাদের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। গুজরাটের নবরাত্রি উৎসবের জন্য ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছিল আহমেদাবাদ পুলিশ। কালিপুজার জন্য পরিবর্তন করা হয়েছে ইডেন গার্ডেন্সের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচও। এই ম্যাচ প্রথমে হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। কিন্তু এই ম্যাচ নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। তাই সেই ম্যাচটি একদিন এগিয়ে এনে ১১ নভেম্বর আয়োজন করা হবে। বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৫ অক্টোবর। খবর জাগোনিউজ’র