সুপ্রভাত বিনোদন ডেস্ক
কিংবদন্তি অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। তার নির্মিত দ্বিতীয় সিনেমা ‘গোয়িং হোম’ ঢাকার প্রেক্ষাগৃহে চলছে বর্তমানে। সিনেমাটি দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে সব শ্রেণির দর্শক। এবার বাণিজ্যিক শহর চট্টগ্রামে সিলভার স্ক্রিনে আজ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বিষয়টি নিশ্চিত করছেন মাশরুর পারভেজ। তিনি বলেন, ঢাকার পর চট্টগ্রামে আমাদের ‘গোয়িং হোম’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। ২৬ আগস্ট থেকে চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলবে। ইচ্ছে আছে, পর্যায়ক্রমে দেশে সব জেলায় সিনেমাটি দেখানো।
মাশরুর পারভেজ দর্শকের উদ্দেশে বলেন, ‘সিনেমার গল্পে দর্শক তাদের জীবনকাহিনীর সাথে মিল পাবেন। আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন। সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’
সিনেমা প্রসঙ্গে মাশরুর পারভেজ বলেন, ‘অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দিই না। গল্পের মার-প্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবে। কার লুক কতটা মানানসই। নায়িকা হিসেবে জেরিকে নিয়েছি এবং টুকটাক কাজ করেছেন মিডিয়ায়। দ্বিতীয় হিরো হিসেবে নিয়েছি ফাহিম ফারুককে। তিনি এর আগে অভিনয় করেননি। আমি পরিচিত মুখ নিতেই পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, আমি যে গল্প বলতে চাই, তার সঙ্গে ফাহিমই মানানসই।’
‘গোয়িং হোম’ সিনেমাটির একটি জমকালো প্রিমিয়ার শো হয়ে গেল কিছুদিন আগে। সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেছে দর্শক। দর্শকের তালিকায় আছেন দেশের অনেক নামিদামি তারকা শিল্পী, নির্মাতা। ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, চয়নিকা চৌধুরী, এসএ হক অলিক, বাপ্পী চৌধুরীসহ অনেকেই।
গোয়িং হোম সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর। অন্যান্য চরিত্রে রয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী। অভিনয় করেছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ অনেকে।