নিজস্ব প্রতিবেদক »
ভোগ্যপণ্যের সাথে পাল্লা দিয়ে এবার বাড়লো ডিজেলের দামও। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ৫ নভেম্বর, শুক্রবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে গণপরিবহণ, পণ্যপরিবহণ মালিক ও শ্রমিক সংগঠন। তবে সড়কে কেউ গাড়ি নামালে তাতে বাধা নেই।
এর আগে বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও জ্বালানির তেলের দাম বাড়ানো হয়েছে। এতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বেড়েছে।
এদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহনগুলোতে জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে; যা পরিবহন মালিক ও শ্রমিকেরা পুষিয়ে নিতে পারছে না বলে দাবি করেছেন। গাড়ি রাস্তায় বের হলে জ্বালানি খরচ বাদ দিয়ে গাড়ি ভাড়া বাবদ মালিকের টাকা দেওয়ার পর নিজেদের খরচ তুলে আনতে কষ্ট হচ্ছে বলে জানান শাকু নামের নগরীর এক বাসচালক ।
৬ নম্বর রুটের এক ড্রাইভার বলেন, ‘সারাদিন গাড়ি চালিয়ে আয় হয় ৭ হাজার টাকা। সারাদিন পরিশ্রমের পর তারমধ্যে ২ হাজার ৬শ’ টাকা দিতে হয় গাড়ির মালিককে। এরমধ্যে ১৪শ’ থেকে ১৬ টাকা পর্যন্ত তেল খরচ যায়। তার বাইরেও রয়েছে সারাদিনের খাওয়া খরচ, সমিতিসহ বিবিধ খরচ। সবশেষে তিনজন মানুষ হাজার টাকা করেও যদি বাসায় নিয়ে যেতে না পারি এত কষ্ট বৃথা মনে হয়। এখন আবার তেলের দাম বেড়েছে। খরচও বেড়ে গেছে। এতে গাড়ি চালিয়ে মালিক ও খরচের টাকা বাদ দিলে নিজেদের বলতে কিছু থাকবে না। যার কারণে শুক্রবার থেকে গাড়ি চালাবো না।’
পরিবহন মালিক সমিতি শ্রমিক সংগঠনের সাথে কোন আলাপ করেনি বলে জানিয়েছেন সিটি বাস হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ব বজারে তেলের দাম বাড়ার কারণে সরকার দাম বৃদ্ধি করেছে। কিন্তু এ বিষয়ে মালিক-শ্রমিক সমিতির সাথে বসে ভাড়া নির্ধারণ করে দেওয়া দরকার। অন্যথায় পরিবহন মালিক-শ্রমিক সকলেই ক্ষতির সম্মুখীন হবে। গাড়ি বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা আসলেও মালিক সমিতি শ্রমিকদের সাথে কোন বৈঠকে বসেন নি।’
পরিবহন মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল সুপ্রভাতকে বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবো। তবে কেউ খরচ পোষাতে পারলে গাড়ি নিয়ে বের হলে আমাদের কোন আপত্তি নেই। তবে হঠাৎ করে এভাবে তেলের দাম বাড়ার কারণে আমরা সকলে বিপাকে পড়েছি।’
নগরে ‘সোনার বাংলা’ এবং ‘মেট্রো প্রভাতি’ চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান বেলায়েত হোসেন। তবে রোববার থেকে এসব পরিবহনে ভাড়া বর্ধিত করে শুক্রবার নোটিশ দেওয়া হবে। সরকার ভাড়া নির্ধারণ করে দিলে পরবর্তীতে সরকার নির্ধারিত ভাড়ায় এসব পরিবহন চলাচল করবে।’