আজ কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম মহানগরে এবার ২৯৩টি পূজাম-পে শারদীয় দুর্গোৎসব উৎযাপন করা হচ্ছে। উৎসবের ধারাবাহিকতায় আজ মহাষ্টমী ও কুমারী পূজা পালন করা হবে। নগরীর ‘শ্রী শ্রী পঞ্চমাতা বিগ্রহ বাড়ী ও সেবাশ্রম’ এবং পাথরঘাটার ‘ শ্রী শ্রী রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দির’ প্রাঙ্গণে এবার কুমারী পূজা পালন করা হবে।

কুমারী পূজা নিয়ে ‘শ্রীশী পঞ্চমাতা বিগ্রহ বাড়ি ও সেবাশ্রম’ এর মহারাজ অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী বলেন, প্রতিবছরই আমাদের আমাদের মন্দিরে কুমারী পূজা হয়। এবারও জাকজমকভাবে পূজা উদযাপন করা হবে। আজ (২২ অক্টোবর) সকাল ৬ টায় মহাঅষ্টমী পূজা শুরু হবে। সকাল ১১ টায় করা হবে কুমারী পূজা।

তিনি আরও বলেন, নারীকে সম্মান জানাতেই এ পূজা। শাস্ত্রমতে তাদেরই বেছে নেওয়া হয়, বিশেষ করে যাদের মন সৎ, নিষ্পাপ। এ গুণ কেবল কুমারীদের মধ্যে থাকতে পারে, এ ভাবনা থেকে তাদের দেবী রূপে পূজা করা হয়। সাধারণত পাঁচ থেকে সাত বছরের কন্যাকে কুমারী পূজার জন্য মনোনীত করা হয়। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ ও তিলক পরিয়ে সাজিয়ে তোলা হয় কুমারীদের। সনাতন শাস্ত্র অনুযায়ী, কোলাসুরকে বধ করার মধ্য দিয়ে শুরু হয় কুমারী পূজার।

জানা গেছে, ১৯০১ সালে ভারতীয় দার্শনিক ও ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম কলকাতার বেলুর মঠে নয় জন কুমারী দিয়ে পূজার মাধ্যমে এ কুমারী পূজার পুনঃপ্রচলন করেন। অবশ্য এখন সেখানে একজন কুমারীকেই পূজা করা হয়। তখন থেকে দুর্গাপূজায় প্রতি বছর কুমারী পূজা হয়ে আসছে।

উল্লেখ্য, মহানগরীর জেএমসেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত/ঘট পূজাসহ ২৯৩টি পূজাম-পে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় এবছর ২ হাজার ১৭৫ ম-পে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সর্বজনীন প্রতিমা পূজা হচ্ছে ১ হাজার ৬৫১ এবং ঘটপূজা ৫২৪টি।