বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার জাতীয় সংসদকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাঁদের কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, দুর্নীতি ও ভোগ বিলাস মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মধ্যে এখন রুচির দূর্ভিক্ষ বিরাজ করছে যার কারণে তারা একদিকে মানুষের ভোটাধিকার হরণ করেছে অন্যদিকে দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রা শিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি’র ১০ দফা দাবিতে মহানগর জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে গতকাল বিকেলে পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য বিএনপি নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন আর পেছনে তাকানোর কোন সুযোগ নেই। এই সরকারের কোন অন্যায় ও অত্যাচার আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না, যেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে।
সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে আবদুল্লাহ আল নোমান বলেন অবিলম্বে বিএনপি’র সভা-সমাবেশে হামলা, নেতাকর্মীদের উপর নির্যাতন, প্রথম আলোসহ সংবাদপত্র ও সাংবাদিকদের উপর মামলা হামলা বন্ধ না করলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন। চলমান আন্দোলন খুব শীঘ্রই লাগাতার আন্দোলনে পরিণত হবে তখন কিন্তু পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না।
মহানগর জাতীয়তাবাদী মোটর চালকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মোটর চালকদলের কেন্দ্রীয় সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক শীপন বকাউল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, শ ম জামাল, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ, হালিশহর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, জসীম উদ্দিন জিয়া, মোহাম্মদ সাইফুল, সদস্য সচিব শফিউল্লাহ, খাজা আলাউদ্দিন, আলী হায়দার, নুর উদ্দিন মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তি