আইপিএলে মুম্বাইয়ের হয়ে থাকছেন অর্জুন টেন্ডুলকার

 

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ত্রয়োদশ আসর। এরইমধ্যে সেখানে পৌঁছে গেছে দলগুলো। পুরোদমে অনুশীলনও চলছে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এবারের পুরো আইপিএেল থাকছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। নিলামে ছিলেন না তরুণ পেসার অর্জুন। কিন্তু আমিরাতের শহরে মুম্বাইয়ের সঙ্গে অনুশীলনে সকল কার্যক্রম করে যাচ্ছেন অর্জুন। তাই গুঞ্জন উঠেছে, আইপিএলে হয়তো অভিষেকই হয়েই যেতে পারে শচীন-পুত্রের।

মুম্বাই দলের সঙ্গে অর্জুনের সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেক বেশি ভাইরাল। মুম্বাইয়ের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গ উপভোগ করছেন তিনি। দলের অনুশীলনে বোলিং করতে দেখা যাচ্ছে। দলের গুরুত্বপূর্ণ সদস্যের মতই সবকিছু করছেন অর্জুন।

নেটে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করছেন এ বাঁ-হাতি পেসার। কোচদের কাছ থেকে বোলিং টিপস নিচ্ছেন। ব্যাটসম্যানকে পরাস্ত করে আনন্দে মেতে উঠছেন। হোটেলে ফিরে একই টেবিলে খাওয়া-দাওয়া, জিম ও পুলে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে সময় কাটাচ্ছেন অর্জুন।

টুর্নামেন্ট চলাকালীন যদি মুম্বাইয়ের কোন খেলোয়াড় ইনজুরিতে পড়ে, আর সেক্ষেত্রে যদি কোন বদলীর প্রয়োজন পড়ে, তবে স্কোয়াডে না থেকেও দলে সুযোগ পেতে পারেন অর্জুন। কারণ করোনা পরিস্থিতিতে অন্য কাউকে হঠাৎ করে জৈব-সুরক্ষার মধ্যে নিয়ে আসাটা একটি জটিল প্রক্রিয়া। সেক্ষেত্রে অর্জুনের দিকে হাত বাড়াতে পারে মুম্বাই।

এবারই প্রথম মুম্বাইয়ের সঙ্গে ঘুরছেন না অর্জুন। অতীতেও মুম্বাইয়ের জার্সিতে দলের সঙ্গে দেখা গেছে তাকে। এমনকি অতীতে ভারতীয় দলের নেটেও দেখা গেছে অর্জুনকে।

২০১৭ সালে ইংল্যান্ড দলের ভারত সফরে নেটে ব্যাটিং করতে গিয়ে অর্জুনের ইয়র্কারে আহত হয়ে আর ব্যাটই করেননি ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

মুম্বাইয়ের হয়ে বেশ কয়েক মৌসুম ‘আইকন’ খেলোয়াড় হিসেবে খেলেছেন শচিন টেন্ডুলকার নিজে।  এবার টেন্ডুলকার পুত্রেরও মুম্বাইয়ের হয়ে অভিষেক হয়ে গেলে, ক্রিকেট বিশ্বের নজর সেখানেই থাকবে।